চাঁদপুর বাসির জন্য সুখবর। আর হয়তোবা বেশি দিন অপেক্ষা করতে হবে না চাঁদপুর বাসির। চাঁদপুরে হতে যাচ্ছে উন্নত মানের হাইটেক পার্ক।চাঁদপুরসহ দেশের আরো চারটি জেলায় নতুন হাইটেক পার্ক হচ্ছে। সে জন্য ১২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৯৭৬ কোটি টাকা ঋণ সহায়তার জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চিঠি দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট সাপোর্ট প্রজেক্টের (পিএসডিএসপি) আওতায় দ্বিতীয় পর্যায়ে এ সহায়তা চাওয়া হচ্ছে। ২৯ মার্চ এ সংক্রান্ত চিঠিটি পাওয়ার পর ইতোমধ্যে বিশ্বব্যাংকের কাছে অর্থসহায়তা চেয়েছে ইআরডি। হাইটেক পার্ক কর্তৃপক্ষ সূত্র জানায়, নতুন পাঁচটি হাইটেক পার্ক হচ্ছে- সিরাজগঞ্জ হাইটেক পার্ক, মানিকগঞ্জ হাইটেক পার্ক, জয়পুরহাট হাইটেক পার্ক, চাঁদপুর হাইটেক পার্ক এবং মাদারীপুর হাইটেক পার্ক। এছাড়া গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে নতুন করে ৯৭ একর জমি দিয়েছে সরকার। সূত্র আরও জানায়, এসব পার্ক স্থাপন করা হলে দেশের বেকার সমস্যা সমাধানের সঙ্গে সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি তরান্বিত হবে। বিশ্বব্যাংক এক্ষেত্রে সহায়তা দিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।
Good news for the people of Chandpur. And maybe Chandpur local did not have to wait for long. Chandpur is going to be a high-quality hi-tech park. There are four new hi-tech parks in four districts of the country including Chandpur. The Bangladesh Hi-tech Park Authority has given the letter to the Economic Relations Division (ERD) for a loan of 12 million to 20 million US dollars or about 976 crores. This assistance is being sought in the second phase under the Private Sector Development Support Project (PSDSP). After receiving the letter on March 29, the ERD sought financial help from the World Bank. High-tech Park Authority sources said the new five high-tech parks are - Sirajganj High-Speed Park, Manikganj Hi-Tech Park, Joypurhat Hi-Tech Park, Chandpur High Park Park and Madaripur High Heights Park. Besides, the government has given 97 acres of new land in Kaliakoir High City Park in Gazipur. According to sources, if these parks are set up, solving the country's unemployment problem will speed up the pace of economic development. The World Bank can contribute to socio-economic development of the country by supporting this.
For Join Our Group Facebook.
No comments:
Post a Comment